বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।

 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান করেন, যা বিএনপি’র verified ফেসবুক পেজ ও বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। 

খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বহু বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন। দীর্ঘদিনের চিকিৎসার পর আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। 

পক্ষীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে কবর দেওয়া হবে বলে প্রাথমিক পরিকল্পনা জানানো হয়েছে। 

এই দিনে তাঁর মৃত্যু সংবাদে রাজনৈতিক দলগুলোসহ সাধারণ মানুষ শোক প্রকাশ করেছে এবং বিএনপি সাতদিনের অনুষ্ঠানিক শোক পালন ঘোষণা করেছে। 

খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ন অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli