বিদ্যুৎস্পৃষ্টে বরমচালের রজব আলীর ইন্তেকাল

 

 বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার বাসিন্দা রজব আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করিয়াছেন । তিনি তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(৪ জানুয়ারি) বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রজব আলীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যে শোক ও গভীর সমবেদনা প্রকাশ পায়। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা পুনরায় উল্লেখ করেছেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli