বরমচালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দোগে দোয়া মাহফিল


বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরমচাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বরমচাল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব তারেক আহমেদ মধু। সভাটি সঞ্চালনা করেন বরমচাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হেলাল খাঁন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli