বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব জয়ন্ত মালাকার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
ফলাফল ঘোষণাকালে বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধারাবাহিক অধ্যয়ন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

!doctype>