বরমচাল অনলাইন প্রবাসী কল্যাণ গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন আহবায়ক কমিটির অনুমোদন
বরমচাল অনলাইন প্রবাসী কল্যাণ গ্রুপের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান কমিটি বিলুপ্ত, গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় অনলাইনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ খান ইরন। সাধারণ সম্পাদক আব্দুর রহমান মামুন সভা সঞ্চালনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ময়নুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সজিবুর রহমান (সজিব) এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খালেকুজ্জামান মামুন, মো. খালেকুজ্জামান তেরাব আলী, হারুন আল রশীদ, আব্দুর রাজ্জাক দুদু, রাশেদ আহমদ চৌধুরী, ফয়েজ উদ্দিন, কামরুল ইসলাম চৌধুরী, আজাদ মিয়া ও আবুল খায়ের সেলু।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল খান এবং সাংগঠনিক সম্পাদক শেখ শামীম আহমদ। এছাড়া আরও কয়েকজন সদস্য সভায় মতামত তুলে ধরেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বরমচাল অনলাইন প্রবাসী কল্যাণ গ্রুপ দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সবাই ঐক্যবদ্ধভাবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভায় সর্বসম্মতিক্রমে রাশেদ আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং কয়ছর খানকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ আজাদ মিয়া, ক্বারী মাওলানা বোরহান উদ্দিন আহমদ, মোহাম্মদ ইসলাম খান, আবুল খায়ের সেলু, জসিম চৌধুরী, আব্দুল জলিল, জুবেল আহমদ, ফয়েজ উদ্দিন ও কামরুল ইসলাম চৌধুরী।
পরিশেষে সভাপতি আশরাফ খান ইরনের সমাপনী বক্তব্য এবং মোহাম্মদ ময়নুল ইসলামের দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

!doctype>