দারুন্নাজাত থেকে হাদীসে সনদ, লিডিং ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে অনার্স সম্পন্ন করলেন বরমচালের আব্দুল আহাদ আকবর

ফাইল ছবি:- আব্দুল আহাদ আকবর 

সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন আব্দুল আহাদ আকবর। গতকাল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেন।

আব্দুল আহাদ আকবর বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রউফ নান্না (নান্না পীর)-এর সন্তান। এর আগে তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল (এম.এ) মাদরাসা থেকে হাদীস বিভাগে সনদ অর্জন করেন।

শিক্ষাজীবনের এ অর্জন প্রসঙ্গে তিনি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইসলামিক জ্ঞানচর্চা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই শিক্ষাগত সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli