ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে অনিশ্চয়তা
ফ্রেন্ডস ক্লাব ২০১০-এর আয়োজনে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি চূড়ান্ত করেছে। নির্ধারিত ফাইনালে মুখোমুখি হওয়ার কথা রয়েছে রেমিট্যান্স ফাইটার্স বরমচাল ও সাজু ফুটবল একাডেমি, ফেঞ্চুগঞ্জ দলের।
তবে নির্ধারিত তারিখে ফাইনাল খেলতে অপারগতা প্রকাশ করেছে রেমিট্যান্স ফাইটার্স বরমচাল। দলটির টিম ম্যানেজার, কর্মকর্তা ও প্রবাসী সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে, উভয় দলের টিম ম্যানেজার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ফাইনালের তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিষয়টি সম্পর্কে তাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি বলেও দাবি করা হয়।
রেমিট্যান্স ফাইটার্স বরমচালের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের বর্তমান নির্বাচনকালীন পরিস্থিতিতে ফাইনাল ম্যাচ আয়োজনকে তারা উপযোগী মনে করছেন না। পাশাপাশি অল্প সময়ের নোটিশে নির্ধারিত তারিখে খেলতে দলটি প্রস্তুত নয় বলেও উল্লেখ করা হয়। এসব কারণে নির্ধারিত দিনে ফাইনাল ম্যাচে অংশ নিতে তারা অসমর্থ বলে আয়োজকদের অবহিত করেছেন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফ্রেন্ডস ক্লাব ২০১০-এর সভাপতি আসাদুজ্জামান শিলু বলেন, “রেমিট্যান্স ফাইটার্স বরমচালের টিম কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। ফাইনালের তারিখ টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।”
ফাইনাল ম্যাচের তারিখ পুনর্নির্ধারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। টুর্নামেন্ট সংশ্লিষ্ট মহল আশা করছে, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হবে।

!doctype>
একই এলাকার হয়ে এরকম অবস্থা কেন??
চাইলেই তো উনারা এগুলো আগে থেকেই আলোচনা করেই করতে পারতেন।