বরমচালে অবস্থিত জিন্নানগর পুকুর ইজারা দেবে উপজেলা প্রশাসন
বরমচাল ইউনিয়নে অবস্থিত সরকারি জলমহাল ‘জিন্নানগর পুকুর’ ইজারা দেওয়ার জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে উপজেলা প্রশাসন। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯-এর আলোকে অনূর্ধ্ব ২০ একর আয়তনবিশিষ্ট বন্ধ জলমহাল ইজারা বন্দোবস্তের অংশ হিসেবে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের ৩০শে চৈত্র পর্যন্ত তিন বছর মেয়াদে জলমহাল ইজারা প্রদান করা হবে। এ ইজারার জন্য নিবন্ধিত প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্যজীবী সংগঠন এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত (প্রকৃত মৎস্যজীবী থাকলে) সংগঠনগুলো আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব জলমহালের ওপর বিজ্ঞ আদালত বা কর্তৃপক্ষের স্থিতাবস্থা, স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা রয়েছে, সেসব ক্ষেত্রে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে না।
বরমচাল ইউনিয়নের জিন্নানগর মৌজায় (জেএল নং-১৮) অবস্থিত ‘জিন্নানগর পুকুর’-এর আয়তন ১ দশমিক ১৭ একর। বিগত তিন বছরের গড় ইজারা মূল্য ছিল ২৬ হাজার ৫০০ টাকা। ৫ শতাংশ বৃদ্ধি অনুযায়ী এ জলমহালের সরকারি ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৮২৫ টাকা।
অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে আগামী ১৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আবেদনকারীদের www.land.gov.bd অথবা jm.lams.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি ও জামানতের মূল কপি সিলগালা খামে করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া-এ জমা দিতে হবে ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় ও বিধি-বিধান অনুসরণ করে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

!doctype>