লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন বরমচালের এনামুল আলম
ছবি:- এনামুল আলম
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কৃতী সন্তান ও যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক এনামুল আলম লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে এটিএন বাংলা টেলিভিশন ইউকের স্কানথর্প ও হাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাকে এ সদস্যপদ প্রদান করা হয়। লন্ডন বাংলা প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী, সদস্যপদ পেতে হলে যুক্তরাজ্যে সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ হিসেবে সর্বশেষ করা অন্তত পাঁচটি প্রকাশিত সংবাদ প্রতিবেদন জমা দিতে হয়। এনামুল আলম তার করা সাম্প্রতিক পাঁচটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে তার সাংবাদিকতার মান, পেশাদারিত্ব ও ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে তাকে সদস্যপদ প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশে অবস্থানকালে এনামুল আলম জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক সীমান্তের ডাক, সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস এবং দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় এনামুল আলম বলেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হতে হলে গত দুই বছরের সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ দিতে হয়। টেলিভিশন সাংবাদিকতার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তিনি সদস্যপদ লাভ করেন।
তিনি আরও বলেন, এটি তার সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যের পেছনে সংশ্লিষ্ট টেলিভিশনের কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

!doctype>