২৮ ডিসেম্বর বরমচালে দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে
বরমচাল ইউনিয়নে আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত কারিগরি কাজের কারণে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরমচাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বরমচাল ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ কারণে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

!doctype>