বরমচালে আত্মপ্রকাশ করল নতুন সেবামূলক সংগঠন ‘রাইজ হিউম্যানিটি বরমচাল’

 

বরমচালে আত্মপ্রকাশ করল নতুন সেবামূলক সংগঠন ‘রাইজ হিউম্যানিটি বরমচাল’

বরমচাল প্রতিনিধি

বরমচালের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে সেবামূলক সংগঠন ‘রাইজ হিউম্যানিটি বরমচাল’। সম্প্রতি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়।

জানা গেছে, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২১ ব্যাচের একাংশ শিক্ষার্থীর উদ্যোগে এ সংগঠন গঠিত হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাচের শিক্ষার্থীরাই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, এটি সম্পূর্ণ অরাজনৈতিক, নিঃস্বার্থ ও জনসেবামূলক প্রতিষ্ঠান। বরমচালের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় থেকেই তাদের এই উদ্যোগ। স্থানীয় শিক্ষা, সমাজকল্যাণ, সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—

“Rise to help, rise to inspire”

অর্থাৎ সহায়তায় এগিয়ে আসা এবং অনুপ্রেরণা জাগিয়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

উদ্যোক্তাদের মতে, বরমচালকে আরও এগিয়ে নিতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

রাইজ হিউম্যানিটি বরমচালের সদস্যরা আশা প্রকাশ করেন, সংগঠনটি বরমচাল অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli