বরমচাল ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভাঙা সড়ক মেরামতে স্বস্তি ফিরেছে জনযাত্রায়।
বরমচাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাঙা একটি গুরুত্বপূর্ণ সড়ক পুনরায় মেরামত করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্থানীয়দের যাতায়াতে এখন স্বস্তি ও স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মেইন রোড থেকে চন্দ্রবাড়ির পাশ দিয়ে কালিমাবাদের দিকে যাওয়া সংযোগ সড়কটির একটি অংশ (আব্দুল আহাদ সুজন মিয়ার বাড়ির পেছনের অংশ) ধসে যায়। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন ও পথচারীদের যাতায়াত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ভাটেরা রাবার বাগান ও বরমচাল চা বাগানে যাতায়াতকারী শ্রমিক ও সাধারণ মানুষের জন্য এটি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
পরিস্থিতি গুরুতর হওয়ায় সংশ্লিষ্ট দপ্তর সরকারি উদ্যোগে দ্রুত মেরামত কার্যক্রম গ্রহণ করে। প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত স্থানে মাটি ভরাট, সমতলকরণসহ প্রয়োজনীয় সংস্কার কাজ করা হয়। মেরামত কাজ সম্পন্ন হওয়ায় মুহূর্তের মধ্যেই পুনরায় সচল হয়েছে যান চলাচল।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমের শুরু থেকেই সড়কের ওই অংশে ফাটল ও ধস দেখা দিয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর সরকারি তহবিল থেকে মেরামত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তাদের দাবি, ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রাকৃতিক দুর্যোগে পুনরায় এমন ভাঙন সৃষ্টি না হয়।
সরকারি প্রকল্পের আওতায় এ মেরামত এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছে এমনটাই মনে করছেন স্থানীয়রা।

!doctype>
অনেক ভালো উদ্যোগ।
ভালো উদ্যোগ।
Sob rasta repair kora dorkar 1no ward or itsoling j rasta ikanor obsta karap okan o tik kora dorkar
ধন্যবাদ সবাইকে।