অনুষ্ঠিত হতে অল বয়েজ ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লীগ, দল নিবন্ধন চলছে। আগ্রহী ব্যাক্তি ও প্রতিষ্ঠানদের যোগাযোগ করার অনুরোধ কর্তৃপক্ষের।

 

বরমচাল এলাকায় ক্রিকেটকে আরও সংগঠিত করা এবং স্থানীয় তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে অল বয়েজ ক্লাব আয়োজন করতে যাচ্ছে অল বয়েজ ক্লাব প্রিমিয়ার লীগ , এটি এলাকার তরুণদের জন্য অন্যতম বড় টেপ-টেনিস ক্রিকেট প্রতিযোগিতা হবে।

প্রতি দলের খেলোয়াড় সংখ্যা মিনিমাম ১১ জন, ম্যাচ হবে ৮ জনের টিম নিয়ে ১০ ওভারের, প্রতি দলে সর্বনিম্ন ৯ জন বরমচালের খেলোয়াড় বাধ্যতামূলক এবং ২ জন উন্মুক্ত খেলোয়াড় নেওয়া যাবে।

খেলোয়াড় বাছাই হবে নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ার ড্রাফট পদ্ধতিতে।

প্রতি দলের ম্যানেজার দলের সকল দায়িত্ব নিজ দায়িত্বে পালন করবেন, প্রতি দলের জন্য এক সেট জার্সি বাধ্যতামূলক

খেলোয়াড়দের ট্রাউজার, জুতা, ব্যাট, বলসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিজ দলের হয়ে আনতে হবে।

 পুরস্কার হিসেবে থাকবে চ্যাম্পিয়ন ট্রফি, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার এবং সম্ভব হলে প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে, তা না হলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে দেওয়া হবে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকরা যোগাযোগ করতে পারবেন 01771246559 বা 01312368893, আয়োজক কমিটি: অল বয়েজ ক্লাব, বরমচাল।

আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli