প্রেশারজনিত স্ট্রোকে প্রাণ গেল বরমচালের আব্দুল লতিফ অমু মিয়ার
বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ওরফে অমু মিয়ার মরদেহ ভূকশিমইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ অমু মিয়া সম্প্রতি ভূকশিমইলে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন আত্মীয়ের বাড়িতে প্রবেশের ঠিক আগে, একটি বাঁশের তৈরি ঘাটার সামনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাস্তায় পড়ে যান।
পরিবারের ধারণা অনুযায়ী, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
বর্তমানে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

!doctype>