গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বরমচালের এক তরুণীর, আরেকজন লড়ছেন মৃত্যুর সঙ্গে।

 


রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই তরুণী দগ্ধ হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। উভয়েরই বাড়ি বরমচাল ইউনিয়নে।

নিহত তরুণীর নাম মোছাঃ তামান্না বেগম (২১)। তিনি বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের কয়েছ মিয়ার একমাত্র মেয়ে। গুরুতর আহত মোছাঃ রিয়া (২২) মৃত আব্দুল করিমের একমাত্র কন্যা।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যায় বাসার রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণী আগুনে পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তামান্না বেগমের। রিয়া এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বরমচাল এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন।

এদিকে রিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্বজন ও প্রতিবেশীরা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে বলে জানা গেছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli