শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে নতুন নির্দেশনা, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজেও পরিবর্তনের প্রভাব।

 

দেশের বেসরকারি স্কুল ও কলেজগুলোর কমিটি পরিচালনা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয় যেসব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব এখন থেকে পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর মনোনীত প্রতিনিধি।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ১৬৭৫৭/২০১৫ মামলার প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর শিক্ষা বিভাগ যে পরিপত্র জারি করে এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিটির সভাপতির দায়িত্ব প্রশাসনের প্রতিনিধি, অর্থাৎ ইউএনও বা ডিসি পালন করবেন।

দেশব্যাপী ঘোষিত এই নির্দেশনার প্রভাব পড়েছে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজেও। প্রতিষ্ঠানে বর্তমানে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি থাকলেও নতুন পরিপত্র জারির ফলে ওই কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে। পরিপত্র অনুযায়ী, এখন থেকে প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন কুলাউড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli