বিরাইমপুর জামে মসজিদ (পুরাতন), প্রায় ৪০০ বছর আগে চুনসুরকি দিয়ে নির্মিত হয়েছিল এই মসজিদটি।

 

বিরাইমপুর জামে মসজিদ (পুরাতন), প্রায় ৪০০ বছর আগে চুনসুরকি দিয়ে নির্মিত হয়েছিল এই মসজিদটি।

কালের সাক্ষী হয়ে এখনো ঠাই দাঁড়িয়ে রয়েছে বরমচালর ইতিহাস ঐতিহ্য সম্বলিত এই মসজিদ। মসজিদের অবস্থান মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলা বরমচাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত বিরাইমপুরে।

মসজিদটি নির্মাণ করেছিলেন বিরাইমপুরের পূর্ব পুরুষ সঞ্জয় মোহাম্মদ নামের একজন ব্যাক্তি৷ 

এই মসজিদে এখন আর জুম্মা পড়ানো হয় না, তবে পাঞ্জেগানা মসজিদ হিসেবে এখনো চালু রয়েছে মসজিদটি।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli