মাধবপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কুলাউড়া; ম্যাচসেরা বরমচালের সেন্টু মিয়া
পাওয়ার অব ইউনিটি ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে কুলাউড়া উপজেলা দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে তারা হবিগঞ্জের মাধবপুর উপজেলাকে ৪৮ রানে পরাজিত করে পরবর্তী রাউন্ডে স্থান নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে প্রতিযোগিতামূলক সংগ্রহ গড়ে কুলাউড়া উপজেলা দল। দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে দৃঢ়তা দেখান বরমচালের অলরাউন্ডার সেন্টু মিয়া। তিনি ২৩ বলে ৫ ছক্কার সহায়তায় অপরাজিত ৪০ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
পরে বল হাতে তিনি আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের ৩ ওভারে ২৯ রান খরচায় তুলে নেন ২টি মূল্যবান উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভর করে মাধবপুরকে ৪৮ রানে থামিয়ে দেয় কুলাউড়া। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের কারণে সেন্টু মিয়াকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।
টুর্নামেন্টে দারুণ এ জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ায় কুলাউড়া উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

!doctype>
অভিনন্দন
অভিনন্দন 💙