কুলাউড়ায় হযরত বদরপুরী (রহ.) এর ৬৭তম ঈসালে সাওয়াব মাহফিল ১ ফেব্রুয়ারি।

কুলাউড়া শহরের আলালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলাউড়ার ঐতিহ্যবাহী জলসা, হযরত বদরপুরী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল। আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৬ ইং (রবিবার) এই মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঐতিহ্যবাহী এই মাহফিলের বাস্তবায়নকে কেন্দ্র করে সম্প্রতি ইন্তেজাম কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব। সভায় উপস্থিত আলেম-ওলামা, মুরিদ ও কমিটির সদস্যবৃন্দ আলোচনা শেষে মাহফিলের তারিখ চূড়ান্ত করেন।

প্রতি বছরের মতো এবারও মাহফিলটি অনুষ্ঠিত হবে কুতবুল আউলিয়া শাহ সুফি হযরত মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহ.)-এর স্মরণে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ এই মাহফিলে অংশ নিতে আসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ ও আশেকানরা অংশ নেবেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পরবর্তী পোস্ট আগের পোস্ট
Comments
কমেন্ট করুন
comment url
Trulli