প্রথম শিক্ষার্থী হিসেবে আল-আমিন হোসেন তাহমিদের পূর্নাঙ্গ কোরআন হিফজ সম্পন্নে আনন্দের জোয়ার মহলাল লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসায়।
ডেস্ক রিপোর্ট:- বরমচাল টুডে।
বরমচাল ইউনিয়নের মহলালে অবস্থিত মহলাল লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা অর্জন করেছে এক ঐতিহাসিক সাফল্য। প্রতিষ্ঠানটির ছাত্র আল-আমিন হোসেন তাহমিদ, পিতা শরিফ মিয়া, গ্রাম আকিলপুর, সম্পূর্ণ কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করে হয়েছেন একজন পূর্ণাঙ্গ হাফিজে কুরআন।
এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মাদ্রাসার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। কারণ, তাহমিদই এই প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একই মাদ্রাসায় থেকে নাজারা পর্যায় অতিক্রম করে ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, এর আগে হাফিজ হাবিব উদ্দিন ও হাফিজ নাফিজ উদ্দিন এই প্রতিষ্ঠানে ২০ পারা পর্যন্ত হিফজ সম্পন্ন করলেও বাকি অংশ অন্য প্রতিষ্ঠানে শেষ করেন। কিন্তু আল-আমিন হোসেন তাহমিদই প্রথম ছাত্র, যিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছেন শুধুমাত্র মহলাল লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকেই।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, "এটি আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে একটি সোনালী মাইলফলক। আল-আমিনের সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজের সবার জন্য গর্বের বিষয়। তার পরিশ্রম, শিক্ষকদের পরামর্শ ও পরিবারের সহযোগিতায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা দোয়া করি, সে যেন কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেয় এবং ইসলামের মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে জীবন গঠন করে।"
তাহমিদের এই সাফল্যে আনন্দিত স্থানীয় মুসল্লি, অভিভাবক ও সাধারণ মানুষ। তারা মনে করেন, এটি শুধু একজন ছাত্রের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য একটি গৌরবময় ঘটনা, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

!doctype>