বরমচাল কলেজ থেকে বিশ্বমঞ্চে!আন্তর্জাতিক প্রযুক্তি শিক্ষায় নেতৃত্ব দিচ্ছেন বরমচালের সন্তান আনিসুল ইসলাম।
ছোট একটি এলাকা বরমচাল। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা আনিসুল ইসলামের, যিনি আজ আন্তর্জাতিক প্রযুক্তি শিক্ষার অঙ্গনে এক পরিচিত নাম। আধুনিক আইটি শিক্ষাকে বাংলাভাষায় সহজ করে উপস্থাপন করে লাখো তরুণ-তরুণীর মধ্যে প্রযুক্তির আলো ছড়িয়ে দিয়েছেন তিনি।
আনিসুল ইসলাম বর্তমানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউটিউবার এবং আন্তর্জাতিক আইটি শিক্ষক। তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ৫ লাখ সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে তিনি বাংলায় ও ইংরেজিতে ২০০০+ কম্পিউটার সায়েন্স এবং ৪০০+ আইসিটি বিষয়ক ভিডিও তৈরি করেছেন। তাঁর তৈরি কনটেন্ট C#, ASP.NET, Python, Java, Web Development সহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ও প্রযুক্তি নিয়ে, যা শুধু বাংলাদেশেই নয়—ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকার শিক্ষার্থীদের কাছেও সমানভাবে জনপ্রিয়।
বর্তমানে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছেন এবং সেখানে M.Sc. করছেন। সেইসঙ্গে ইউটিউবেও নিয়মিত প্রযুক্তি শিক্ষা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়মিতই তাঁকে অতিথি বক্তা ও প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানায়, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তিনি আমন্ত্রিত হচ্ছেন।
আনিসুল ইসলামের শৈশব কেটেছে বরমচালের মজর মাস্টারের বাড়ির, মাধবপুর, উজানপাড়ায়। তাঁর শিক্ষার সূচনা বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর কিছু সময় বরমচাল হাই স্কুল অ্যান্ড কলেজে পড়লেও, বাবার চাকরির সুবাদে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (২০০৬) এবং বরমচাল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (২০০৮) সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের London School of Commerce & IT, London থেকে Travel/Tourism Marketing-এ প্রফেশনাল ডিপ্লোমা (২০১০–২০১২) অর্জন করেন। এরপর দেশে ফিরে Leading University, Sylhet থেকে CSE-তে স্নাতক (২০১৩–২০১৭) সম্পন্ন করেন।
তাঁর বাবা, মোঃ আমিনুল ইসলাম, একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, যিনি পরিবারে শিক্ষা ও প্রযুক্তিপ্রীতির পরিবেশ গড়ে তুলেছিলেন।
আনিসুল ইসলাম বরাবরই বরমচালের প্রতি আলাদা টান অনুভব করেন, যদিও এলাকার অনেকেই জানেন না, তাঁদের গ্রামের এই তরুণ আজ আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি শিক্ষায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সাফল্য প্রমাণ করে—স্বপ্ন, আগ্রহ এবং কঠোর পরিশ্রম থাকলে, একটি প্রত্যন্ত গ্রাম থেকেও একজন তরুণ হয়ে উঠতে পারে বিশ্বের শ্রদ্ধেয় আইটি শিক্ষক।
তাঁর জীবন ও কর্ম অনুপ্রেরণা হয়ে উঠুক বরমচালের প্রতিটি তরুণ-তরুণীর জন্য।

!doctype>