মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ দীপঙ্কর দীপ (২১) মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দীপকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। বর্তমানে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
দীপ সিলেট নগরের গোপালটিলার বাসিন্দা। মাত্র এক মাস আগে, গত ১৩ অক্টোবর তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তরুণ বয়সেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তার ফেসবুক পেজে পারিবারিক ও সামাজিক নানা বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন তিনি। এসব ভিডিওতে প্রায়ই তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা যেত।
তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেটজুড়ে। বন্ধু, স্বজন ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। দীপের প্রতিবেশী কবি পুলিন রায় বলেন, “মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন। এমন এক উদ্যমী তরুণের এভাবে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।”
মাত্র ২১ বছরের দীপঙ্কর দীপ অল্প সময়েই অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ঢেউ।

!doctype>